করদাতাদের ভোগান্তি কমাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে ভ্যাট রিফান্ড সুবিধা চালু করেছে। এখন থেকে ভ্যাটের পাওনা টাকা সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে, ফলে অফিসে গিয়ে হয়রানি হওয়ার দিন শেষ।
এনবিআর-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অটোমেটেড পদ্ধতিতে আবেদন প্রক্রিয়াকরণের জন্য বর্তমান ই-ভ্যাট সিস্টেমে একটি নতুন ‘রিফান্ড মডিউল’ যুক্ত করা হয়েছে। এই সিস্টেমটি অর্থ বিভাগের (iBAS++) এবং বাংলাদেশ ব্যাংকের BEFTN নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে।
করদাতারা তাদের মাসিক ভ্যাট রিটার্নের মাধ্যমেই অনলাইনে রিফান্ডের আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট আবেদন যাচাই-বাছাই করার পর অনুমোদিত অর্থ সরাসরি করদাতার ব্যাংক হিসাবে স্থানান্তর করবে।
এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভ্যাট রিফান্ড প্রক্রিয়ার উদ্বোধন করেন এবং প্রথম দিনেই তিনজন করদাতার ব্যাংক অ্যাকাউন্টে ৪৫ লাখ ৩৫ হাজার টাকা ফেরত দেন।
এই মডিউল চালুর ফলে রিফান্ড প্রক্রিয়া স্বচ্ছ ও দ্রুত হবে বলে আশা করছে এনবিআর।