টালিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এখন সুদূর শ্রীলঙ্কায়, ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করছেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে তাকে। গত পাঁচ দিন ধরে সেখানে জোরকদমে চলছে শুটিং।
এদিকে, মঙ্গলবার (২০ জানুয়ারি) জ্যোতির্ময়ী অভিনীত ‘প্রজাপতি ২’ সিনেমার ২৫ দিন পূর্তি উপলক্ষ্যে আনুষ্ঠানিক আয়োজন করা হয়। যেখানে দেবের বিপরীতে অভিনয় করেছেন তিনি। দেব সিনেমার পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের কেক খাইয়ে দিয়েছেন। কিন্তু এই উদযাপনে থাকতে পারেননি জ্যোতির্ময়ী।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী জানান, শুটিংয়ের কারণে তিনি ‘প্রজাপতি ২’ সিনেমার উদযাপনে অংশ নিতে পারেননি। তিনি বলেন, “আমার প্রথম সিনেমার ২৫ দিনের পূর্তি। যাদের হাত ধরে বড়পর্দায় এলাম, তাদের উদযাপনে সামিল থাকতে পারলাম না। কী যে খারাপ লাগছে। কিন্তু কিছুই করার নেই।”
‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে জ্যোতির্ময়ী বলেন, “আমাদের কাজ তো ঘড়ি ধরে হয় না। প্রয়োজন পড়লে আমরা রাত জেগেও শুটিং করছি। কাজটা দ্রুত শেষ করতে হবে। প্রত্যেকের মাথায় এ চিন্তা ঘুরছে।”
তিনি আরও বলেন, ‘প্রজাপতি ২’ সিনেমা তাকে দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ করে দিয়েছে, আর ‘প্রিন্স’ দিয়েছে বাংলাদেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। ঢালিউডের মানুষদের সম্পর্কে তিনি বলেন, “খুব সহযোগিতা করছেন। সব উচ্চারণ যাতে সঠিক বলতে পারি, ধরিয়ে দিচ্ছেন। আমি যে নতুন, সেটাই বুঝতে পারছি না।”
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জ্যোতির্ময়ী বলেন, “দেব আর শাকিব খান আলাদা মানুষ। কিন্তু সহ-অভিনেতার সঙ্গে কাজের সময় কোথাও যেন এক। প্রচণ্ড সহযোগিতা করেন। ওরা খ্যাতনামা, বুঝতেই দেন না।”
কাজের ফাঁকে শ্রীলংকা ঘুরে দেখছেন জ্যোতির্ময়ী। আগের সিনেমার শুটিংয়ের সময় লন্ডনেও ঘুরেছিলেন তিনি। ডেট করার সুযোগ পেলে দেব নাকি শাকিব, কাকে বেছে নেবেন— এমন প্রশ্নের উত্তরে হেসে তিনি বলেন, “কাউকে না। নিজের সঙ্গে সময় কাটাব। ডেট করব নিজের সঙ্গে।”
জ্যোতির্ময়ীর ক্যারিয়ার এবং ‘প্রিন্স’ সিনেমার সম্ভাবনা
জ্যোতির্ময়ী কুণ্ডু টলিউডে একজন উদীয়মান অভিনেত্রী। ‘প্রজাপতি ২’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। এবার শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ঢালিউডেও পরিচিতি পেতে যাচ্ছেন।
‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, যিনি এর আগে বেশ কয়েকটি জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন। শাকিব খানের বিপরীতে জ্যোতির্ময়ীর জুটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
এই সিনেমার মাধ্যমে জ্যোতির্ময়ী শুধু টালিউডেই নয়, ঢালিউডেও নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারবেন বলে আশা করা যায়।