শাকিব খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন জ্যোতির্ময়ী - NA TV BD
বিনোদন ডেস্ক
২১ জানুয়ারী ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শাকিব খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন জ্যোতির্ময়ী

ছবি: সংগৃহীত

টালিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এখন সুদূর শ্রীলঙ্কায়, ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করছেন। আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে তাকে। গত পাঁচ দিন ধরে সেখানে জোরকদমে চলছে শুটিং।
এদিকে, মঙ্গলবার (২০ জানুয়ারি) জ্যোতির্ময়ী অভিনীত ‘প্রজাপতি ২’ সিনেমার ২৫ দিন পূর্তি উপলক্ষ্যে আনুষ্ঠানিক আয়োজন করা হয়। যেখানে দেবের বিপরীতে অভিনয় করেছেন তিনি। দেব সিনেমার পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের কেক খাইয়ে দিয়েছেন। কিন্তু এই উদযাপনে থাকতে পারেননি জ্যোতির্ময়ী।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতির্ময়ী জানান, শুটিংয়ের কারণে তিনি ‘প্রজাপতি ২’ সিনেমার উদযাপনে অংশ নিতে পারেননি। তিনি বলেন, “আমার প্রথম সিনেমার ২৫ দিনের পূর্তি। যাদের হাত ধরে বড়পর্দায় এলাম, তাদের উদযাপনে সামিল থাকতে পারলাম না। কী যে খারাপ লাগছে। কিন্তু কিছুই করার নেই।”
‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে জ্যোতির্ময়ী বলেন, “আমাদের কাজ তো ঘড়ি ধরে হয় না। প্রয়োজন পড়লে আমরা রাত জেগেও শুটিং করছি। কাজটা দ্রুত শেষ করতে হবে। প্রত্যেকের মাথায় এ চিন্তা ঘুরছে।”
তিনি আরও বলেন, ‘প্রজাপতি ২’ সিনেমা তাকে দেবের বিপরীতে অভিনয়ের সুযোগ করে দিয়েছে, আর ‘প্রিন্স’ দিয়েছে বাংলাদেশের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। ঢালিউডের মানুষদের সম্পর্কে তিনি বলেন, “খুব সহযোগিতা করছেন। সব উচ্চারণ যাতে সঠিক বলতে পারি, ধরিয়ে দিচ্ছেন। আমি যে নতুন, সেটাই বুঝতে পারছি না।”
শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জ্যোতির্ময়ী বলেন, “দেব আর শাকিব খান আলাদা মানুষ। কিন্তু সহ-অভিনেতার সঙ্গে কাজের সময় কোথাও যেন এক। প্রচণ্ড সহযোগিতা করেন। ওরা খ্যাতনামা, বুঝতেই দেন না।”
কাজের ফাঁকে শ্রীলংকা ঘুরে দেখছেন জ্যোতির্ময়ী। আগের সিনেমার শুটিংয়ের সময় লন্ডনেও ঘুরেছিলেন তিনি। ডেট করার সুযোগ পেলে দেব নাকি শাকিব, কাকে বেছে নেবেন— এমন প্রশ্নের উত্তরে হেসে তিনি বলেন, “কাউকে না। নিজের সঙ্গে সময় কাটাব। ডেট করব নিজের সঙ্গে।”
জ্যোতির্ময়ীর ক্যারিয়ার এবং ‘প্রিন্স’ সিনেমার সম্ভাবনা
জ্যোতির্ময়ী কুণ্ডু টলিউডে একজন উদীয়মান অভিনেত্রী। ‘প্রজাপতি ২’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করে তিনি বেশ প্রশংসা কুড়িয়েছেন। এবার শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ঢালিউডেও পরিচিতি পেতে যাচ্ছেন।
‘প্রিন্স’ সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ, যিনি এর আগে বেশ কয়েকটি জনপ্রিয় নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেছেন। শাকিব খানের বিপরীতে জ্যোতির্ময়ীর জুটি দর্শকদের মনে কতটা জায়গা করে নিতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
এই সিনেমার মাধ্যমে জ্যোতির্ময়ী শুধু টালিউডেই নয়, ঢালিউডেও নিজের অবস্থান আরও শক্তিশালী করতে পারবেন বলে আশা করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিব খানের সঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন জ্যোতির্ময়ী

ফ্যাসিবাদ রুখতে হ্যাঁ ভোট দিতে হবে: রিজওয়ানা হাসান

বাংলাদেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট, রাষ্ট্রায়ত্ত ব্যাংক কমাতে একীভূত করার পরিকল্পনা: গভর্নর

বিএনপি কর্তৃক সারা দেশে বিদ্রোহী প্রার্থী বহিষ্কার তালিকা প্রকাশ

চঞ্চল চৌধুরীর প্রশংসায় পরীমনি, ‘শাস্তি’ সিনেমায় প্রথমবারের জুটি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ

আজ থেকে সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত শুরু

দেশবাসীর কাছে প্রধান উপদেষ্টার আহ্বান ‘হ্যাঁ’ ভোট দিতে

পাকিস্তানে শপিংমলে অগ্নিকাণ্ডে নিহত ২৬ বহু নিখোঁজ

আশ্বস্ত হয়ে নির্বাচন কমিশন থেকে সরে গেল ছাত্রদল

১০

পুঁজিবাজারে সূচক ফিরল আড়াই মাস আগের উচ্চতায়

১১

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন জোরাল হচ্ছে

১২

এলপিজি আমদানিতে বিপিসিকে অনুমতি

১৩

ইরানের বিক্ষোভে ‘হাজারো হত্যার’ জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করলেন খামেনি

১৪

জীববৈচিত্র্য রক্ষায় নিরাপদ জেনেটিক প্রযুক্তির ব্যবহারের ওপর জোর মৎস্য উপদেষ্টার

১৫

ভাসানচরের মালিকানা নিয়ে বিতর্কের অবসান

১৬

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্বৈরাচারের দোসররা ভোট ভণ্ডুলের চেষ্টা করবে

১৭

জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে নাহিদ ইসলামের বিশেষ সাক্ষাৎ

১৮

অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় ‘কোজি’র তাণ্ডবে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন

১৯

রমজান আগেই পণ্যদ্রব্যের দাম পর্যালোচনার জন্য ১৯ জানুয়ারি সভা আহ্বান

২০