বাংলাদেশের প্রধান দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সোমবারে ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রেখে সূচক এবং লেনদেনে দারুণ উন্নতি দেখিয়েছে। ডিএসইতে ২৬৮টি শেয়ার ও ইউনিটের দর বাড়লেও মাত্র ৭২টির দর কমেছে, যা বাজারের ইতিবাচক মনোভাবের পরিচায়ক।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বা ১.১২ শতাংশ বৃদ্ধি পেয়ে আড়াই মাস আগে ৩০ অক্টোবরের সর্বোচ্চ স্তরে ফিরে গেছে। বিশেষ করে, লেনদেন টাকার পরিমাণে দুই মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, মোট ৫৯৩ কোটি ৪০ লাখ টাকা লেনদেন হয়েছে, যা গত ২৫ নভেম্বরের পর সবচেয়ে বেশি।
সিএসইতেও সূচক ও লেনদেনে উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে। সিএসসিএক্স সূচক ৬৫ পয়েন্ট বেড়ে ৮৭৯১ পয়েন্টে উঠে এসেছে। এছাড়া, সিএএসপিআই, শরিয়াহ সূচক, সিএসই-৩০ ও সিএসই-৫০ সূচকও সকলেই বৃদ্ধি পেয়েছে। সিএসইতে ১৮০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে ১১৮টির দর বেড়েছে।
দীর্ঘদিন ধরে নিম্নমুখী পুঁজিবাজারে এই প্রবৃদ্ধি নির্বাচনকে সামনে রেখে বিনিয়োগকারীদের আস্থা বাড়ার সংকেত দিচ্ছে। চলতি সপ্তাহের প্রথম দু’দিনে সূচক ও লেনদেন বৃদ্ধির সঙ্গে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ স্পষ্ট হয়ে উঠেছে।