প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস জাতির প্রতি আহ্বান জানিয়েছেন আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জন্য। সোমবার (১৯ জানুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন জনগণের হাতে। ‘হ্যাঁ’ ভোট দিয়ে দেশের উন্নয়ন ও পরিবর্তনের পথ সুগম করা যাবে।
তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ সিল দিতে নিজে এগিয়ে আসুন এবং পরিচিতদেরও উৎসাহিত করুন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে। দেশকে বদলে দেওয়ার এই সুযোগ সবাইকে কাজে লাগাতে হবে। জুলাই গণঅভ্যুত্থান দেশের জন্য একটি অসাধারণ অর্জন, যা গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছে। এই অর্জনকে সুদৃঢ় করার লক্ষ্যে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, যার বাস্তবায়নের জন্য জনগণের সম্মতি প্রয়োজন।
প্রফেসর ইউনূস জানান, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই এই গণভোট অনুষ্ঠিত হবে। ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্তি পাওয়া যাবে, তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে এবং সরকারের ক্ষমতা সীমিত হবে। সংসদে বিরোধী দলের অংশগ্রহণ বাড়বে, বিচারব্যবস্থা স্বাধীন হবে, নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধি পাবে এবং সংবিধানে জাতিগোষ্ঠীর ভাষার স্বীকৃতি দেওয়া হবে।
তিনি সবশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানান, আগামী নির্বাচনে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দিয়ে রাষ্ট্রকে প্রত্যাশামত গড়ে তোলার সুযোগ কাজে লাগান।