অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডে ঘূর্ণিঝড় ‘কোজি’ আছড়ে পড়ার কারণে আজ রোববার হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এএফপি সূত্রে জানা যায়, স্থানীয় সময় ভোরে আয়ার ও ব্রাউন শহরের উপকূলে এই ঝড় আছড়ে পড়ে, যার বাতাসের গতি ছিল প্রায় ঘণ্টায় ৯৫ কিলোমিটার।
ঝড়ের কেন্দ্র থেকে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেন প্রায় ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। কুইন্সল্যান্ডের মুখ্যমন্ত্রী ডেভিড ক্রিসাফুল্লির দপ্তর থেকে জানানো হয়েছে, ব্রিসবেনসহ রাজ্যের বিভিন্ন শহর ও গ্রামে প্রায় ১৫ হাজার বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে।
ঝড়ের আগেই কুইন্সল্যান্ডের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি শুরু হয়েছিল। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত দুই দিনে কুইন্সল্যান্ডে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।